রঙিন ফিতায় জীবন বান্ধিয়া
উড়িয়া গেলাম জীবন ভর;  
সোনার তরী বাইয়া গেলাম
হইলো না মোর জীবন সঙ্গিনী
পৃথিবী হলো ছলনার ঘর।
সুখ পাখি আসে যায়
নদীর ঢেউ এর মতন ;
তরীর নিচে ভাইসা যায়
খরস্রোতার মতন।
জীবন নামে তরী চালাই
মরণ নামে বিলীন হইয়া যায়
এই জীবনে হইলো না মোর হুশ জ্ঞান।
সবই দেখেছি মিছে আশার বালুচর।
সকল নদীতে জোঁয়ার-ভাঁটার
হিসেব হয় না মোর একরকম।
সব ভুলে ভিড়াতে হইবে...
তরী এইবার নদীর ঘাটে।।