" কর্মের জয় বিশ্বের"



আমি নিঃশ্ব,
আমি বিশ্ব
করিব জয়,
ডরিব ভয়
কাঁপাবো সারা বিশ্ব।
চমকিয়ে তুলবো
সারা বিশ্ব
আধার তিমিরে,
জ্বালাবো আলোর কুঠির
দেখাবো সারা বিশ্ববাসীকে।
আমি শূন্য,
আমি বিশ্ব
আমি আমার জন্য নই
কর্ম আমার সবার জন্য।
ধন্য আমি ক্ষণিকের জন্য
মান্য আমি কর্মের জন্য
লড়বো আমি শেষ হওয়ার জন্য
করে যাবো আমি সবার জন্য।।
চলে যাবো একদিন,
ভালবাসবে.....
বিশ্ব আমায় সেইদিন।।