আমি নীল কে ভালোবাসি ;
অবাক দৃষ্টিতে।
দেখতে ভালো লাগে-
আমার আকাশের রংধনু ।  
আমি শুনতে পায়
বৃষ্টির শব্দে হাসি কান্না।
তবু ও আমি
বৃষ্টির স্পর্শের মাঝে
ফিরে পায়
ভালোবাসার পুণ্যতা।
সুখ বিলাসী লতা পাতা
ভিজে বৃষ্টির পানিতে।  
করে নড়াচড়া
বৃক্ষলতা
থরথরে কাঁপুনিতে।
মুগ্ধ দৃষ্টিতে...
দেখলে মনে হয়
সেজে ওঠেছে
সবুজের রঙে
ধুলি বালি ধুয়ে
বৃক্ষ তরুলতা।
মেঘের গর্জনে
নেচে ওঠেছে
মৎস্য কন্যা
ঘুরে বেড়ায়
এলোপাতাড়ি।
কতো না জানি
আনন্দের বৃষ্টি বাহার
উৎসবে মুখরিত হয়
কন্ঠ শুরে বৃষ্টির গান।