রং তামাশার ঠুনকো হাওয়া লেগেছে মনে
ঝড় বেগে সবই যাচ্ছে আমার বদলে।
আশা নিরাশার মাঝে প্রহর গুণছি
বদলে যাওয়া....
আমার জীবনের রঙিন স্বপ্নগুলোর।
বিধির উপমায় বুঝি...
আমার স্বপ্ন আশার ঠায় হচ্ছে না।
মানবতার মানবিক অধিকারগুলো  ও
আজ দিনকে দিন সংকুচিত হচ্ছে।
মহা মায়ার তরী আমার
ঘাটের আশায় পাচ্ছে না কোনো কূল।
মনের অবতৈনে বাজাচ্ছে
শুধু বিষাদের অবষাদ।
সুখ পাখি আজ আর গাইছে না
আমার আনন্দ বিলাসের গান।
জীবনে আমার ঠুনকো হাওয়ায়
বদলে যাচ্ছে রঙ বেরঙের সুর।
ধরি মনে সেই সুর বেতাল হাওয়ায়
বদলে যায় আনন্দ সুখের গান।
নাই পেলাম তাল বেতাল
বৈকুন্ঠের হাওয়ায় উড়িয়ে দিবো
যত সব গড়মিল।।