মেঘের পলকে
চাঁদের আলো
সেইখানে থাকে শুধু
মনের আলোতে যৌবন ভরা।
মেঘের পলকে
চাঁদের আলো কখনো
লুকিয়ে থাকে;
সেটি  ​আবার প্রকাশ্য আলো দেয়।
জীবন নদী মেঘে ভরা
ফেটে যায় অব তীরে
নীলা ভূমির মধ্যখানে;
চাঁদের আলো
মেঘের পলকে তুমি শুধু
আমার মনের মাঝে
থাকবে শুধু তুমি  চিরদিনই।