ওরে পৃথিবী জীবন নিয়ে করে খেলা
দেয় না কারো সুখের ঠিকানা।
শুধুই রয়েছে...
জীবন সংসার নিয়ে বায়না
দিনশেষে হয় না তার সঠিক দাখিলা।
এতো আশা এতো ভালোবাসা
সবই হয় তার মিছে সর্বনাশা।
ফিরে না পাওয়া সেই জীবনধারা ;
তাইতো আমি বলি...
মানুষ নিয়ে হয় যতো রং তামাশা।
পৃথিবীর মায়ায় পড়ে ভুলে যায়...
আমার আসল ঠিকানা।
সকল সুখের আশায় বাঁধি জগত সংসার
পাই শুধু বেদনার পাহাড়।
দেহ মাটি খাবে...
যতো আছে তোমার গৌরব অহংকার
তাই বলি দিন থাকতে
পুড়ো খাঁটি মানুষ হয়ে।
সংসার করো ধর্ম করো
সঠিক মানুষ হয়ে;
ধরা দিও আসল জায়গায়
পার পাবে  তাহলে সঠিক ঠিকানায়।