জীবনে সময় অনেক কিছু শিক্ষা দেয়।
প্রতিটি জীবের জন্য নির্দিষ্ট সময় বরাদ্ধ থাকে।
সময় তোমাকে আজ শিশু বানিয়ে রাখবে।
সময় তোমাকে কিশোর বানাবে।
সময় তোমাকে যুবক বানাবে।
সময় তোমাকে প্রেমিক-প্রেমিকা বানাবে।
সময় তোমাকে অসহায় বানাবে।
সময় তোমাকে দুঃখ দিবে।
সময় তোমাকে বেদনা দিবে।
সময় তোমাকে সুখ দিবে।
সময় তোমাকে কার ও আদরের সন্তান বানাবে।
সময় তোমাকে কার ও আদরের নাতি-নাতনী বানাবে।
সময় তোমাকে সংসারী বানাবে।
সময় তোমাকে বৃদ্ধ বানাবে।
সময় তোমার স্মৃতিময়ের দিনগুলো কেড়ে নিবে।
সময় তোমাকে নিষ্ঠুর বানাবে।
সময় তোমাকে সবার ভালোবাসা ছাড়া করবে।
সময় তোমাকে পৃথিবী ছাড়া করবে।
আজ হঠাৎ ভেবে দেখলাম সময়ই মানুষের বড় শত্রু।
কারণ ‘সময় মানুষকে একসময় সবকিছু দেয়, আবার আরেক সময় সবকিছু কেড়ে নেয়’। অহংকার বাদ দিয়ে সময় কে উপভোগ করাই সবচেয়ে বড় শ্রেয়।