আমি কালো কিংবা নীল মৃত্যু চাই না
চাই না আকস্মিক বা কোনো সলিল সমাধি,
এমনকি রোগগ্রস্থ হয়ে ধুকে ধুকে মৃত্যু
অথবা হয়ে কোনো অশুভ কিছুর ভৃত্য।


আমি চাই কোনো এক শুক্রবারে সুবহে সাদিকে
সাদা মৃত্যু
হাসিমুখে তোমার কোলে মাথা রেখে
পরম প্রশান্তির মৃত্যু
তোমার মায়াবি মুখখানি দেখে দেখে।


তুমি জলে ভাসবে না
এমনকি অভিমানে কাঁদবে না,
শুধু তোমার দু’ফোটা জল
আমার কপোলে চিকচিক করবে।


নাকে আসবে জান্নাতের সুঘ্রাণ
তুমি আমি এমকি শিয়রের সবাই
সে সুঘ্রানে মোহিত হবে
ভুলে যাবে শোকাতর হৃদয়গুলো
সমস্ত শোক।


সমাধিতে কচি হাতে রোপন করবে
তোমার আর আমার পছন্দের কোনো ফুল বৃক্ষ
যার ঘ্রাণ দখিনা বাতাসে
তোমায় আমার কথা মনে করাবে।