এমন একটি কবিতা লিখতে চাই
যার প্রতিটি পাতায় ছাপ থাকবে
মায়ের মায়াবী মুখের,
স্পর্শ থাকবে শীতল বুকের
অবসান ঘটাতে সকল দু:খের।


এমন একটি কবিতা লিখতে চাই
যার প্রতিটি লাইন সাক্ষ্য দিবে
বাবার ঘামোক্ত মুখ ও পরিশ্রমী হাতের,
চিন্তাক্লিষ্ট প্রতিটি নির্ঘুম রাতের
জীবিকার তরে প্রতিটি ঘাত প্রতিঘাতের।


এমন একটি কবিতা লিখতে চাই
যার প্রতিটি লাইনে ভেসে উঠবে
ভ্রাতা ও ভগ্নির পরস্পরের টান
কোনো বান-ই যা করে না ম্লান।


এমন একটি কবিতা লিখতে চাই
যার প্রতিটি লাইনে একে দিতে
প্রেয়সীর শরীরী অশরীরী প্রতিটি ভাজ
ক্ষণে ক্ষণে দোলা দেয়া প্রতিটি সাজ
এমনকি প্রতিটি খুত ও নিখুত কাজ।


এমন একটি কবিতা লিখতে চাই
যার প্রতিটি শব্দ
স্বর্গ থেকে লব্ধ।