তুমি আসবে বলে চেয়ে আছি পথপানে
হতাশ হইনি কভু কোনো বানে,
মাস গেলো বছর গেলো
যুগের পর যুগও যে পার হলো।


তুমি বলেছিলে রক্তকে বড্ড ভালোবাসো
অকাতরে তাই রক্ত দিয়েছি,
আবাল বৃদ্ধ বনিতা বাদ পড়েনি কেউ
সবাইকে দলে নিয়েছি।


তুমি নাকি গোলাবারুদও ভালোবাসো
বুকপেতে তাই সয়ে গেছি।


আগুণকেও নাকি খুব ভালোবাসো
তাই সে শিখায় জ্বালিয়ে দিয়েছি
জনপদের পর জনপদ
প্রাণের পর প্রাণ।


আর তবে কী চাই তোমার
বলো তবে
হে স্বাধীনতা!