আসসালামু আলাইকুম।
আমি মশিউর ইসলাম।
কবি বলাটা বাহুল্য, আমি কাব্য চর্চা করি। রূপকতা আমার কবিতার অলংকার।
নব চেতনায় জাগ্রত লেখকের প্রস্ফুটিত কলিকে মলাটে বাঁধাই করে কালির অক্ষরে পাঠকের দারস্থ করা,লেখকের জন্য সবচেয়ে আবেগের।
কালির অক্ষরে বহুবার বহু দৈনিক, মাসিক, ত্রিমাসিক পত্রিকায় ছাপা লেখার গন্ধ নিয়েছি নাকে।
কিছু যৌথ গ্রন্থে কলমের ছাপ রাখার সুযোগ এবং সৌভাগ্যের পরশ পেয়েছি কিন্তু প্রকাশনী থেকে কাব্য গ্রন্থের সুযোগের ব্যাপার টা হয়ে ওঠেনি কিংবা মূলধন জোগান না দিলে কেউই এগিয়ে আসার স্বপক্ষে দাঁড়ানোর প্রয়াস পান নি।
এবার অদৃশ্য অনুভূতি।
নবসাহিত্য প্রকাশনীর নতুন লেখকদের সুযোগ দেয়ার প্রয়াসে দেখা মিলেছে কাঙ্ক্ষিত আলোর।
আজ সময় এসেছে উন্মুক্ত ছাদের মিলনমেলায় দাঁড়াবার।


অমর একুশে বইমেলা ২০২৪, আসছে আমার প্রথম কাব্যগ্রন্থ ( কথার ফার্মেসী), নবসাহিত্য প্রকাশনী, স্টল নাম্বার - ৩৮৪,৩৮৫


সকল শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী এবং কবিতা প্রেমিদের আমন্ত্রণ রইলো আমার প্রথম আকাঙ্ক্ষার পরিপূর্ণতা দেয়ার জন্য।


অগ্রীম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।