আকাশের কি দোষ?
                     পাতাল কি নির্দোষ!

মেঘ নামিয়ে যখন চোখের নাগালের শেষ সীমানায় তাকাই, সব মায়ামুখ ছায়া হয় তোর;
হারাবার পর সংবাদ সম্মেলন জুড়ে আফসোস আমি নিখোঁজ, অথচ তোমার রইলো অন্য ঘোর!

এই যে শরৎ আসে, নিংড়িয়ে নেয় কাশফুলের ধবধবে চাঁদ,তারপর বয়স বাড়লে শুভ্র সাদা উড়ে এসে বসে-  
     
      শার্টের বুকপকেটে, তোমার আঁচলের খেয়াঘাটে!

তারে কি প্রেমের প্রতীক্ষা বলা চলে? ঝেড়ে ফেলতে চাইলে খামচে থাকে বুক, লেগে থাকে মখমলের পশমী কাপড়ে এসে।

      গ্রীষ্মে প্রেম বাঁচে গুমরে,আধো শুকিয়ে যাওয়া নদীর মানস্পটে।

কৃশকায় জীর্ণ শীর্ণ জলধারা ক্রমান্বয়ে প্রেম হয়ে প্রবাহে বাড়ে যৌবন ঝড়,
যাতনার শোণিত লাজ ভণিতা করে নিয়ে নেয় সব ফসল, বাকি থেকে যাই অবশিষ্ট পালের খড়।

            দিব্যি, নাকের ঐ স্বচ্ছ জল,
                       অনুরূপ তা, মায়া চোখের ছল!




ডিওএইচএস, নবীনগর।
১৭/৫/২৪