কার চুম্বনে লালা সিক্ত তুমি আজ ভ্রমরী গান গাও?
চুল ওড়ে বুক ফুটে কথা বের হয়,রাত্রি জেগে ঠোটের অপেক্ষা বাড়ে আবেদনের,তাও প্রেম!
কেমনে জানি কি হয়ে গেল,ভোল পাল্টে বায়োস্কোপ।
অদ্ভুত না মনুষ্য প্রেম?


আমি গৃহিত হই টিকটিকির ডিমের আবিষ্কারে,সচেষ্ট মন জৈবশক্তি পায় না ফিরে,
তুমি চেনা আচল বিলিয়ে দিলে শাপলার লতায়,ক্লিক ক্লিক করে পাণ্ডব চোখ ঘৃণা না জানিয়ে বিদায় বলে দেয় বাধ্য হয়ে।


কেমনটা শরিষা দানার মত,ভাঙলেই তেল বের হয়!
ঝাঝালো কঠিন এক আয়োজন,
মন্ত্রপুরিতে কামাক্ষা থেকে আসা বাবাসাধু বলে যে,তোরে চেনে না সে যে সুখ চেনে!


আমিও সুখ চিনতে চাইলাম, কারুকার্য বুলগুকসার এলোমেলো হাতের করা অসুখ!
চিবাও প্রেম,ঠোকর দাও দস্যু মেয়ে,তুমিই পারবে পৃথিবীর বিশ্বাস নড়বড়ে করে দিতে।
ঝাকুনি দাও নিজেকে, জিজ্ঞেস করো এতটা অসুস্থ মানসিকতা নিয়ে জন্মেছিলে নাকি এখন হয়েছ?


আমি না হয় বিকারগস্ত প্রেমিক,
জল ছল বিল আগ্নেয়গিরি উৎপাদন করি নিজের জন্য,
কখন কি লাগে কে জানে!






নিরিবিলি, নবীনগর
১৫/৯/২০২০