আবেগী সুতোর প্যাচে গিট্টু লেগেই আছে,
চাঞ্চল্যকর মিথ্যারা গল্প গাথে বহুদিনের বিভূয়ে স্বপ্নের।
ক্লান্ত টগবগে ঘোড়ার দম ফুরিয়ে আসছে,
নিয়তিতে ভরসা নেই আছে পরশ্রীকাতরতা,
আছে নকশাবন্দী তাবিজ-কবছের কিছু মারপ্যাঁচ,
তাতেই চক্ষু চড়কগাছে নিথর ।
লোভনীয় সব,পয়সার গাথুনিতে শক্ত হচ্ছে,বন্ধন ছিন্ন হচ্ছে
আমার যতন তোমার কাছে শ্রেফ মুক্ত কথন,
বৈরাগে যাতনা শ্রীঘরে ওঠে, বিচার হয়, সাক্ষী নিলামে ওঠে,
অনবরত তোমার ওষ্ঠ কাঁপে তবুও জয়ী হয় পরিক্রমা।
কারনটা বিস্মৃত হয়ে কখনো ঘোলাটে হয়, কখনো বা তার চেয়েও বিলাসী হয়,
পাতায় নূপুর আওয়াজ চলমান হৃদপিণ্ডের তাগিদ দেয়,
হয়তো তোমার প্রেমে পরে নয়তো অশ্রুসিক্ত আবেগ থেমে যায়,
আমি অনবরত বাড়তে থাকি, আত্বায় লুকানো থাকো তুমি,
মহামায়া লাবন্য গড়মিল হয়, ধূলো জমে কার্নিশে !
চড়ুইয়ের দু'চারটা জোড়া বাসা বাধে, সংসার করে।
চোখ আমার তৃপ্তিতে স্থির হয়,
স্বপ্নকুটিরের বাস্তবতা এতটুকুই।