ঝিলের ধারে
নদীর পাড়ে
পথটি মোদের
                গেয়ো,
সবুজ মাঠে
পথিক হাটে
হয়নাকো এমন
                উপমেয়।
পড়শী বাড়ি
কাঁখে হাড়ি
পুকুর ঘাটে
                  বধু,
বাশের ঝাকায়
রৌদ্র মাখায়
দোয়েল, শ্যামা
                   কঁদু।
বর্ষাকালে
কৃষাণের হালে
কত ফসল
                  চাষে,
খড়ের চালে
গাছের ডালে
শিশির হাসে
                    ঘাসে।
পাখ-পাখালী
চুলোর ছালি
ইচ্ছে মত
                   উড়ে,
গাঁয়ের মেয়ে
টোপর চেয়ে
মন মাতিয়ে
                      ঘোরে।
স্নেহ বাধা
কৃষ্ণ রাধা
বন্ধু তোমায়
                   ঘিরে,
ডাকবি কাকে  ?
মনের শাঁখে
আয়গো আয়
                      ফিরে।
কণ্ঠে তোলো
হিংসা ভুলো
মনের পাখা
                         মেলে,
হিসাব কষে
দেখি বসে
আমি গাঁয়ের
                              ছেলে।



শুকুরশী,ঢাকা
৩১/০১/২০১১