অমাবশ্যা রাতে প্রেম উঁকি দেয় হিজল বনে জোনাক পোকার গুচ্ছ মিলনে,
বৃষ্টি মেঘের তিনস্তর উপরে স্বর্গীয় প্রেম জমা থাকে, ফোঁটা ফোঁটা রুদ্রজল পৃথিবীতে মায়া বাড়ায়,
হয়ে ওঠে যুগল।
গহীনে সাজা খাটে মন,শিকল পরে,নিউরন আত্মতৃপ্ত নিয়ে বয়ে বেড়ায় আপাদমস্তক,
পৃথিবী জমায় বিন্দু শিশির যার পুরোটাই তোমার শরীরে লেপ্টে দেব,
অবকাশে তোমায় রাঙাবো হৃদআয়নায়,
প্রতিফলিত সত্য ঠিকানা গড়ে ওঠে মস্তিষ্কে, পাহারা পরে মনে,
কঠোর সিদ্ধান্তে প্রসর্পিত কলির একটা দরজা খোলা থাকে,
লাজুক চাহনী বগলদাবা করে বাড়ি ফিরি।
স্বপ্নদের সাজা দেই, একই স্বপ্নের পুনরাবৃত্তি ঘটাই ইচ্ছে করে,
এই প্রেমের স্থায়িত্বকাল কেউ জানে না, শেষ ঠিকানা ঈশ্বর ও বাজিমাত করে এই টানে,
হেরে যাই আমি, হেরে যাও তুমি।
আমার বিকেলটা ঘোলাটে হয় তোমার গাঢ় লিপস্টিকে।



নিটার হল
রুম নং-৩০৮
১৪/১২/২০১৬