অন্ন যোগাতে যারা
হন্যে হয়ে ঘুরে।
মোদের কি করার নেই
কিছু তাদর তরে।
খোলা আকাশের নীচে
যারা নিদ্রা যায়,
সহযোগিতার হাত বাড়ালে
তাদের তরে
স্রষ্টা খুশি হয়।
বাস করেছে যারা আজি
অট্রালিকার পরে,
তোমরা একটু ভেবে দেখো
তাদের কাথা,
অবিরত কষ্ট করে
রোদ,বৃষ্টি,ঝড়ে।
ধনীর সম্পদ রয়েছে
বঞ্চিতদের অধিকার।
কৃপা নয় ইহা
নির্দেশ  দিয়েছেন নিরাকার।
মানব জন্ম স্বর্থক হবে তবে
করিলে ইনসাফ ও ন্যায়বিচার।
আশায় থেকেও যারা
পাচ্ছেনা বিচার,
দেখে স্রষ্টা সংক্ষুদ্ধ হন
ধরনী কাঁপে থরথর।