লক্ষ প্রাণের বিনিময়ে
অর্জিত মোদের স্বাধীনতা,
গৌরবের ছেচল্লিশ পেরিয়ে
পেয়েছি কি কাঙ্খিত সফলতা?


আজো কেন পিষ্ট হচ্ছে
পদতলে মানবতা,
অরক্ষিত মানবাধিকার
শংকিত অসহায় বঞ্চিত জনতা।


মুক্তিযুদ্ধের ছিল যে লক্ষ্য
ছিল যে মূলনীতি,
গনতন্ত্রের ছিল সেখানে
অন্যতম স্বীকৃতি।


লড়তে হবে কেনো আজো  
অধিকার আদায়ের জন্য,
স্বাধীনতা হারানোর ভয়ে শংকিত
আধিপত্যবাদীরা করেছে ভোগের পণ্য।


লড়েছি কি মোরা ৭১ এ
এমনি পরিস্থিতির জন্য?
দিয়েছি জীবন হারিয়েছি স্বজন
হয়ে ব্যাকুল হয়ে হন্য।