কুমার নদের মত মৃতপ্রায় ধ্বংস স্তুপে দাঁড়িয়ে -
হৃদয়ের গহীনে চরা জেগে গেছে,
চন্দনার বুকে যেমন কলের লাঙ্গল চষে কৃষক অবলিলায় চাষাবাদ হয় ফসলের,
চন্দনার যন্ত্রনা বুঝেনা কভু কেউ,
অবাধ চলার স্বাধীনতা হারিয়েছে বহু আগে -
শুধু হাড্ডিসার কঙ্কাল পরে আছে,
একদিন অনাগতরা ইতিহাসের পৃষ্ঠায় খুঁজেও পাবেনা।
উন্মত্ত উত্তাল পদ্মার দূরন্ত ছুটে চলা আর পরবে চোখে,
খেয়া পাড়ের দাঁড় বাওয়া মাঝির  গল্প রূপকথায় স্থান করে নিবে,
ইলিশের বাঁকে জেলের গান আসবেনা ভেসে বায়ু তরঙ্গে।


সরস বসন্তে কোকিলের কুহুতানে সরব ছিল একদিন,
পুষ্পিত কুসম বাগ সুবাসে ছিল মুখরিত
অগণিত কীটের গুঞ্জরণে মাতোয়ারা চারিধার।
সবুজ ফসলের মাঠে বাতাসে ঢেউ তোলা দৃশ্য কোথা গেলো আজ-
কিম্বা পাকা ফসলের সোনালী ঝিলিক?
যন্ত্র সভ্যতা নিরস করেছে আজ অধুনিক যান্ত্রিকতার নামে,
প্রেমে প্রণয়েও পরেছে ভাটা,
নিকষ প্রস্তরের মত মায়া মমতাহীন।
সেই অনন্যার মাঝে আজ বিস্তর ব্যবধান,
সভ্যতা পাল্টানোর মতই সব বদলে গেছে,
কুমার নদের পাড়ে দাঁড়িয়ে আজ দেখি এক অন্য অনন্যা।
      ****