নিশুতি রজনীতে কোটি নক্ষত্রের মাঝে তোমায় খুঁজি,
সুনীল অম্বরে শুভ্র খণ্ড খণ্ড মেঘমালায় -
তোমার অবয়ব চেয়ে দেখি অপলক,
নীল সাগর সৈকতে আছড়ে পরা অশান্ত উর্মিতে খুঁজি-
তোমার তরঙ্গায়িত শরীরের দূরন্ত উন্মাদনা;
বেপরোয়া যান্ত্রিক শকটের মত ছুটে চলা, রাখ-ঢাক না মেনে।


অনেকটি বছর কেটে গেছে বিরহের দিনগুনে
সহস্র রজনি চেয়ে আছি বিনিদ্র,
সেলফোনে রিংটোন ধ্বণিত হলে মনে হয় এই বুঝি তুমি!
পুরু লেন্সের চশমায় সন্তর্পণে স্পষ্ট দেখি ভুল ডিজিট
নিরাশায় চোখ ফিরিয়ে নেই।
ফাগুনের সোনারোদে পাতাঝরা শিমুলের লাল টকটকে ফুলের মত ওষ্ঠ খু্ঁজি,
মুক্তঝরা নিঃশব্দ হাসির ঝলক আজো স্পষ্ট চোখে ভাসে
অপলক দেখেছি কত, ভাবিনি হারিয়ে যাবে ;
অথচ- আজ কত দূরে তুমি অনন্যা
কল্পনার সাগর দ্বিপের দেশে,
খুঁজিয়া ফিরি প্রতি পলে পলে আমার অস্তিত্বে অনুভবে।