হৃদয়ের গভীরে কবে যে আসন করে বসে ছিলে-                  একদম বুঝতে পারিনি ,
পুরনো দেয়ালে বট বৃক্ষের মত
ধীরে ধীরে ক্ষুদ্র থেকে বৃহৎ মহীরুহের মত -
ছায়া হয়ে আমাকে ঘিরে ফেলেছ
বুঝতে পারিনি
খাঁচায় বন্দি পাখির মত ছটফট
করি বৃথা মুক্তির প্রত্যাশায়,
কেন এমনটি হয় জানি না ঝিঁনুক।
শুধু তোমার বুকে লুকানো মুক্তা খুঁজতে
ভেসে আসা মেঘের মত আমারই বক্ষে হঠাৎ বর্ষণ তুমি ,
উর্বর পলিতে প্লাবিত করে গেছ বুকের জমিন
যেখানে ফলেছে অনুরাগের উন্নত ফসল,
প্যারালাল চলেছি অনেকটি বছর
তোমার শরীরের উত্তাপে  উজ্জ্বিবিত হয়েছি কতবার তার হিসেব অগণিত,
আজ তা সবই করুন ইতিহাস
এখন আর ঝিঁনুকে মুক্তা খুঁজিনা
কারন - তা হবে তোমার বিড়ম্বণা।
         ***