একটি অসম্ভব রকমের ভাবনা আমাকে আবিষ্ট করে রেখেছে,
একদম যার তল খুঁজে পাওয়া ভার,
একবার মনে হয় সরল রেখার মত পথ খুঁজে পেয়েছি,
কিন্তু না,এ যে বক্রে চলে এঁকে বেঁকে।
আমি এখন বড় ক্লান্ত,
ভাবনাগুলো বড় এলোমেলো-
ঘূর্ণিপাকে দিকভ্রান্ত বিহঙ্গের মত পথহারা;
তবু আশা হত নই-কষ্টগুলো বইতে বড় ভালোবাসি,
মাকড়াসা জালবুনে কত শত চেষ্টা তার নিশিদিন,
হতাশ হতে দেখিনি কখনো ;
দোষ আমার একটাই  অন্ধের মত ভালোবাসি,
অকৃত্রিম নিখাদ সে অনুরাগ যা বুঝবেনা অনন্যা।
পাখি যেমন বৃক্ষ শাখে নীড়ে তার বুকে আগলে রাখে ছানাগুলো-
ঠিক তেমনি ভালোবাসি তোমারে-
সে তুমি বুঝবেনা,
অহর্নিশি তোমারই তরে আমার এ গান হৃদয়ে ঝর তোলে,
স্পন্দিত হয় -
যা একান্ত আমার অনুভবের
আর কারো নয়;
আমি এখন বড় ক্লান্ত।
         **