[ ১৩ এপ্রিল-২০২১।
আর কোন মৃত্যুর মিছিল নয়।
হোক জীবনের জয়।আমার ও
আমার বাবার পূজণীয় শ্রদ্ধাভাজন
শিক্ষাগুরু হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন দক্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষক বাবু শ্যামল কুমার ভট্টাচার্যের রোগমুক্তি কামনায় আমার লিখেছিলাম।
কিন্তু অতীব দুঃখের বিষয় স্যার আর ফিরে আসেন নাই।  ]
......................................
তুমি ফিরে এসো করোনা জয় করে
তোমার দীপ্তিময় সেই হাসি মুখে,
মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করতে।
তোমার  অগণিত  স্নেহধন্য হাতে গড়া শিক্ষার্থীরা মুখিয়ে আছে।
তুমি ফিরে এসো তাদের মাঝে তোমার চিরাচরিত নিষ্কলুষ হাসিমুখে।
আজি সবাই তোমার জন্য মহান স্রষ্টার কাছে দু'হাত তুলে প্রার্থনায় রত।
তিনি শুনতে পাচ্ছেন এ আকুতি,
তোমার সেই আকর্ষণীয় ব্যক্তিত্ব,
তোমার স্নেহ ভালোবাসা কেউই ভুলে যাইনি গুরু।
ওই অন্তরীক্ষে ভগবান তোমায় করুণা করবেন এ নিখাদ সত্যি।
তুমি ফিরে  এসো গুরু তোমার দীপ্তিময়  অকৃত্রিম হাসিমুখে।
মহামারীর থাবায় বেশ ক'জন উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেছে,
বুকের মাঝে পাথর চাপা কষ্ট জমে আছে।
তোমাকে হারাতে চাই না হে জ্ঞান তাপস
তুমিতো বটবৃক্ষের ন্যায় ছায়া দান করে আছো
তোমাকে হারালে সূর্যতাপে জ্বলে মরবো,
মরুর লু হাওয়া বইবে জমিনে।
সুস্থ হয়ে ফিরে এসো তুমি হে গুরু।
হাজার কষ্টের মাঝেও অন্তত একটা ছায়া বৃক্ষ পাব ।
আলিমুল গায়েব তুমি করুণা করো
আমাদের বটবৃক্ষকে ফিরিয়ে দাও
করোনা মুক্ত করে।
আর কিছু নয় এই মোর চাওয়া।
****