জানি ভুলে গেছো সবই,
কিছুই রাখনি মনে,
অথচ সহস্র স্মৃতিরে আলিঙ্গন করে বেঁচে আছি আজো,
সব কিছু লেখা আছে স্মৃতির ফলকে খোঁদাই করে,
প্রস্তর যুগের শিলালিপির মত আজও অক্ষত,
কু্ঁড়ে কু্ঁড়ে আহত করে বেদনার আঘাতে হৃদয়খানি
জলপ্রপাতে যেমনি করে মৃত্তিকার বুকে খিরিখ্যাত।
নিরবে সয়ে যাই অসহ্য বেদনাগুলো অকাতরে,
সে তুমি বুঝবেনা অনন্যা, বেদনাগুলো কতটা যন্ত্রনার;
নবমীর পুজাশেষে পশুগুলো যেমনি করে সয়ে যায় বলি দেয়ার কষ্ট,
প্রতিবাদ অনুনয় কিছুই বাধেনা মনে।
আমি আজ শরশয্যার মত পরে আছি
বুকের পাঁজরে জমে আছে  পস্তরসম বেদনার স্তূপ-
যা বহন করবার শক্তি একেবারেই নেই,
এখন কষ্টের সাগরে অবগাহন করি হররোজ
তবু তোমার প্রতি কোন অভিযোগ অনুযোগ নেই এতটুকু।
         ***