কষ্টের পাহাড়ে দাঁড়িয়ে একাকী চিৎকার করেছি
ধ্বনি - প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছে আমারি কর্ণকূহুরে,
প্রচণ্ড তৃষ্ণায় বুকফাটা আর্তনাদে ভীষন কারত হয়েছি
এক ফোঁটা জল নিয়ে কেউ এগিয়ে আসেনি,
বরং অট্টহাস্যে প্রমোদ করেছো
আর আমি অসহায়ের মত অবলকন করেছি।
অশান্ত সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে বাঁচার আকুতি করেছি
একখণ্ড খড়কুটো নিয়ে কেউ এগিয়ে আসেনি,
পাড়ে দাঁড়িয়ে তামাশা দেখেছ -
এতটুকু মমতা জাগেনি তোমার হৃদয় কোনে,
অথচ- কত ভালোবাসার মুখরোচক কিংবদন্তী শুনিয়েছ
আমি বিমুগ্ধ হয়ে শুনেছি গভীর তন্ময়তায়।
আমি কী একবারও ভেবেছিলাম, সব মিথ্যে ছিল?
একদম না অন্যন্যা,
তোমাকে বিশ্বাস করাই ছিল আমার ভালোবাসা,
আর সেটাই যে আমার বড় ভুল হবে তা কি করে বুঝি বলো?
সিরিয়া- তুরষ্কে ভূমিকম্পের ধ্বংস স্তূপে চাপা পড়ে গেছে সুন্দরের চিন্তাগুলো
একটি প্রত্যাশারও বীজ অঙ্কুরিত হবেনা হয়তো আর কোনদিন,
পঁচা লাশের উৎকট গন্ধ ভেসে আসে নাকে,
গোলাপের সুবাস এখানে ভাসেনা বাতাসে।
          ****