শুনেছি আমায় ভালোবাস তুমি
অনেক যত্ন করে ,
নদী যেমন সাগরকে-
অবিশ্বাস করিনা একেবারে ।
নিখাদ সে ভালবাসা
তবে কেন এমন করে বলো আমায় কলিজায় ঘা মেরে,
আর যে পারিনা সইতে নন্দিতা
দেখতে পাওনা  আমার ভেতরের দহন
শরীরটাকেই শুধু দেখ,
বেদনার জমিনটা বড় বেশি বেড়ে গেছে
উপচে পরা কষ্টের স্লোগানে মুখরিত চারিধার
পৃথিবীর কেউ না বুঝলেও তুমি বুঝবে সে প্রত্যাশা আমার ছিল,
অথচ- সেই তুমিও আমাকে......
আর কাকে বিশ্বাস করবো বলতে পারো?
আমার ভালবাসার পালে আর লাগেনা হাওয়া
মরা নদীর চরে আটকে গেছে বুঝিনি একদম  -
মরুর লু হাওয়ায় তপ্ত
পুড়ে পুড়ে জ্বলে গেছে রং
বিকৃত বিবর্ণ সে ভালবাসা এখন শুধুই মিথ্যার বেসাতি ছড়ায় ,
আর আমি চেয়ে চয়ে দেখি শুধু।