ভালোবাসা কভু জলের লিখন নয়
বায়ু বা সূর্যতাপে খুব সহজেই মিলিয়ে যাবে,
সমূদ্র সৈকতে কিম্বা পদ্মা-যমুনার চরে বালির উপর আঙ্গুলের আঁচরে লেখাও নয়,
যা খুব সহজে মুছে যাবে ;
সে তো হৃদয়ে শেকড় গজানোর মত জাপটে ধরে আছে,
ঠিক অক্টোপাসের খাবার শিকারের মত।
ভালোবাসা ধূমকেতু নয়- সাময়িক দেখা দিয়ে অলক্ষ্যে মিলিয়ে যাবে,
পর্ণমোচী বৃক্ষের পত্রও নয় শীতে ঝরে যাব;
এ যে হৃদয়ে হৃদয়ের বন্ধন,
নিবিড় সম্পৃক্তা-
কংক্রিটের মত অবিচ্ছেদ্য প্রস্তর।
অথচ- একবারও বুঝিনি তোমার কাছে শৈশবের পুতুল খেলা হবে,
কেমন করে বুঝবো বলো?
নিখাদ ভালোই বেসেছিলাম বলে বিশ্বাসও ছিল গভীর,
আগুনে পতঙ্গ যেমন বিশ্বাস করে নির্ঘাত মৃত্যুরে আলিঙ্গন করে
আমিও তেমনি করেছিলাম।
অথচ- তোমার কাছে এতো তুচ্ছ হবো বুঝিনি অনন্যা।
ভুলে ভুলে আজ আমি ভুলটাই ভুলে গেছি,
কোনটা সত্যি আর কোনটি মিথ্যে তাও গেছি ভুলে একেবারে।
তোমার দেয়া আঘাতগুলো আমার পরম নৈবেদ্য,
সেটাই আলিঙ্গন করি
আর কিছু নয় এই মোর বড় পাওয়া।
         ****