নহে সমীরণ তীব্র দহন
জ্বলিছে চারি ধারে
যেমনি করে পুড়েছি আমি
তোমার বিরহ ভারে।
...
প্রকৃতি পুুড়িলে চোখে মিলিবে
অন্তর পুড়িলে নহে
কাষ্ট পুড়িলে কয়লা দেখিবে
ভেতর পুড়িলে কেমনে।
....
হৃদয়ে মম বিরামহীন অনল
জ্বলিছে দিবারাতি,
কভু কী তুমি বুঝিবে তাহা
বহে যন্ত্রনার বাতি।
...
তৃষিত চাতক বৃষ্টির আশে
চেয়ে আছে মেঘ পানে
তেমনি করে আমিও আছি
প্রতিক্ষায় তোমা সনে।
...
অনন্য অতি অনন্যা আজি
আছ বড়ই সুখে
বিরহ অনলে জ্বলিয়া অঙ্গার
বুঝিবে কোন দুখে।
         ***