অনেকটি বসন্ত পর আবার দেখা হয় যদি পয়লা ফাগুনে
শিমুল ফুলের মত লাল টকটকে লিপিস্টিক মাখা ঠোঁটের মিষ্টি হাসিতে;
সেই অপেক্ষায় আছি অনিমেষ চেয়ে।
কোকিলের কুহু তানে সরস বসন্তের গান আবার ধ্বনিত হোক-
হৃদয়ে জাগুক সবুজ পত্রের সজিবতা,
যেমন করে শীতে কঙ্কালসার বৃক্ষ শাখে আনে সবুজের সমারোহ।
বিষাদের নিস্তব্ধতা কেটে -
পতঙ্গের গুঞ্জনে হৃদয়বীণায় বেজে উঠবে মুখরিত সঙ্গীত।
বিরহ অনলে জ্বলিবেনা অহর্নিশি অন্তর মম,
সেই প্রত্যাশা চেয়ে আছি শুধু -
মঙ্গলশঙ্খ বাজিয়ে কখন ফিরবে শত বাধা পেরিয়ে।
আরে নহে বিলম্ব, ছুটে এসো তুমি অনন্যা
বসন্ত বরিবো মোরা হাতে হাত রেখে রাখি বন্ধনে।
        ***