তোমার দেয়া কষ্টগুলো এখন আমার অমৃত স্বাদের বাহারী নৈবেদ্য,
আমি লালন করি পরম যত্নে।
তুমি আমার হৃদয়ে কংক্রিটের মত এঁটে গেছো-
বৃক্ষের শিকড় যেমনি করে মৃত্তিকার বুকে আঁকড়ে থাকে;
বট আর পাকড় বৃক্ষ যেমন একে অপরে মিশে একাকার হয়ে রয় যুগ যুগ ধরে,
আমার মন মননে অবিচ্ছেদ্য মিশে গেছো অনন্যা,
সে কি আর বুঝবে তুমি।
সে অনুভূতি বুঝবার স্পৃহা তোমার কতটা জানবার চেষ্টও করিনি কখনো,
সে অনুভব হয়তো আর এক বিড়ম্বনা।
নিরব বেদনাগুলো সয়ে যাই আপন মনে,
সকালের সূর্যকরের সাথে- ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুর যে নিবিরতা
সাগরের সাথে নীলাকাশের যে মিতালী,
তোমার সাথে আমার ঠিক তেমনি,
সে কি আর এত সহজেই কী অনুভব করা যায়?
সবুজ মেহদী পাতা দেখে কভু তো মনে হয়না ভেতরটা রক্তলাল,
আমার হাসি মুখ দেখে কেমনে পরিমাপ করবে আমি জীবন্ত আগ্নেয়গিরির মত জ্বলছি অবিরত।
সে যন্ত্রনা একান্ত আমার।
         ***