ঠুনকো কাঁচ তো নয়, ঘাসের বুকে শিশির বিন্দুও নয়,
যা ভেঙ্গে যাবে হালকা আঘাতে কিম্বা শুকিয়ে যাবে সকালের সূর্যকরে;
শৈশবে কলাপাতার ঘরে খেলার ছলে পুতুলের বিয়েও নয়,
একটু তুচ্ছ ঘটনায় বালির বাঁধের মত -
খুব সহজেই বিলিন হয়ে যাবে।
কত সহজেই বলে দাও- আর কোন কথা নয়,
একটুও মুখে আটকায়না, অবলিলায় শব্দগুলো উচ্চারণ কর;
যার জন্য একটি দু'টি নয়, প্রতিনিয়ত রচিত হয় কবিতা রাশি রাশি,
মাটির ব্যাংকে সঞ্চিত কয়েনের মত অগণিত কাব্য-
সে কি খুবই তুচ্ছ বলো?
মেধা- মনন, চিন্তা দর্শন, সময় এসব কী একেবারেই মূল্যহীন??
একটি নান্দনিক বাগিচা গড়তে দক্ষ মালির কতনা যত্ন!
ক'জনের বা উপলব্ধির স্পৃহা তাতে,
হয়তো তোমার সুন্দরের ধরায় আমি ছিলাম বড় বিড়ম্বনা,
মশ্রিণ চলার পথকে করেছি কণ্টকাকীর্ণ ;
বুঝতে পারিনি অনন্য, একেবারেই বুঝতে পারিনি-
হৃদয়ে অসংখ্য ক্ষতের জন্ম নিয়েছে,
আগ্নেয়গিরির লাভার মত জমে জমে নিরেট প্রস্তরে রূপ নিয়েছে
যা দেখানোর নয়,
এখানে আর অনুরাগের আবাদ হয়না
এখন এখানে বিবর আর বিবরের স্বরাজভূমি,
বিষাক্ত ছোবলে কাউকে আক্রান্ত করতে চাইনা
আর কখনো ভালোবাসার দাবী নিয়ে তোমার দপ্তরে লিখবোনা আবেদন,
সে অধিকার আমার একেবারেই নেই ;
শুধু একটি অতৃপ্ত বেদনা বুকের ভেতর দূমরে মুছড়ে পরাভূত;
তবু এতটুকু অভিযোগ অনুযোগ নেই।
             ***