অক্ষির অগোচরে নও তুমি
আছ আমারই অন্তর তলে
বলছিনা উপেক্ষার ছলে
এ পোড়া মন তাইতো বলে।
।।
              কোথায় আছিস-
              কেমন আছিস-
              রাখিস কি খবর মোর?
             অন্ধকার নিশি রাতের                  
              কখন যে হবে ভোর।
।।
অন্তর পুড়িয়ে অঙ্গার করেছি
শুধু তোরই জন্যে
আজো তাই তোমায় খুঁজি
হয়ে আমি হন্যে।
।।
             বলনা মৌমিতা -
             ছুটে আসবি হেতা
             থাকিস তুই যত দূর যেথা
             হৃদয়ে বাড়াসনা ব্যথা।
।।
শুধু একবার দেখে যারে তুই
কলিজায় ফুটেছে কতটি সূঁই
আর কখনো চাইবোনা আমি
চষিতে তোর প্রেমের জমি।
        ***