তোমাকে খুঁজিতে অনেক দূরে হেঁটেছি বহু পথ
যেখানে দূর সীমান্তে আকাশ নীলিমা মিশে গেছে মৃত্তিকা সনে,
বান্দরবনের নীলগিরি পাড়ারের চূড়ায় সবুজের সমারোহে,
রাঙ্গামাটির ঝুলন্ত সেতুর ওপারে খুঁজেছি হাজারো পর্যটকের ভিড়ে,
সেথাও মেলেনি দেখা
কোথা আছ তুমি?
বলেছিলে-এই বাংলার প্রতি পরতে থাকবো আমি,
খু্ঁজিলেই পাবে মোরে, মিষ্টি হাসির ঝলকে উঠবো ফুটি,
তোমার বুকে ছুটে আসবো মিশে যাবো হৃদয়তলে।
কক্সবাজার সমুদ্র সৈকতে নীলজলে আছড়ে পরা ঢেউের মাঝে-
অপলক চেয়ে থেকেছি শুধু তোমায় দেখবো বলে,
সহস্র কপোত-কপোতির মত পাশা-পাশি বালুর উপর বসে আছে কতজন,
পাখিগুলো ডানা মেলে শুন্যে ভাসিছে কী দারুন!
একাকী কেউতো নয়,শুধু আমি ছাড়া,
ভাবি এই বুঝি তোমা পাবো দেখা,
অপেক্ষার প্রহরগুণি - নিরাশ হৃদয়ে অশান্ত ঢেউগুলো আমারই হৃদয়ে আছড়ে পরে
সাধের স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার হয়ে যায়,
হতাশায় বুক বাঁধি।
আচ্ছা অনন্যা- তুমি কোথায় আছ?
কোন তষ্করের বন্দিশালায়??
ভেঙ্গে ফেলো বন্দিশালার সকল দার
ছুটে এসো মুক্ত বিহঙ্গের মত নীলাকাশে ডানা মেলে,
তৃষিত হৃদয়কে পরিতৃপ্ত কর,
তোমার হৃদয়ে জমে থাকা সকল অনুরাগ উজার করে;
সেন্টমার্টিনের প্রবালে দু'জন দাঁড়িয়ে রইবো কিছুক্ষণ,
সন্ধ্যার অন্ধকারে হারিয়ে যাবো ছেঁড়া  দ্বীপে
ঘরে ফেরার বাসনা জাগিবে না কভু,
আর কিছু নয় এই মোর চাওয়া।
             ***