তোমার জন্মদিনে জানাইনি কোন শুভাশীষ
ভুল মানুষের আশীষে কি'বা তোমার আসে যায়!
পর মানুষ কি আর হতে পারে আপনের মত,
নেই রক্তের বন্ধন, কিম্বা রেজিস্ট্রেরী কোন দলিল।
পরিযায়ী  বিহঙ্গের মত সাময়িক অতিথি হয়ে এসেছিলাম,
ফিরে যাবো হয়তো শীতের যবনিকায়;
এ যেনো শিশুবেলার পুতুল খেলা অনন্যা।
আপন মানুষ চিনতে না পারার ভুল,
সত্যিকারের ভালোবাসা না বুঝার ভুল,
ভুল মানুষের ভীরে সত্যি আবিষ্কার না করার ভুল;
ক্ষণিক মায়ার বাঁধনে বুঝতে পারিনি ভালোবাসাটা ভুল ছিল,
যে ভুলে হৃদয়ে নিরব রক্ত ক্ষরণে গিরিখাত তৈরি হয়
অথচ একেবারে বেমালুম,
যেমনটি পাতার আড়ালে বসে থাকা বিহঙ্গ-
বুঝতে পারেনা শিকারির বুলেটকে,
তির্যক রক্ত ক্ষরণে নিঃস্তেজ দেহ পরে থাকে মাটির উপর;
শুধু নিরব বেদনায় ভারী হয় বুক।
              ****