বর্ষণমুখর ভোর

মোঃ মোস্তাফিজুর রহমান

তামামরাত উর্ধ্বাকাশে
আনাড়ি মেঘের ঘোর,
শান্তির পরশ বুলিয়ে এলো
বর্ষণমুখর ভোর।

বায়ুপথে ভেলায় ভেসে
দেশদেশান্তর ভ্রমণ,
ভোর হতেই ক্লান্ত মেঘের
আত্নহারা ক্রন্দন।

সে কী অঝোর ধারা
পাখপাখালি নিষ্প্রভ,
বৃক্ষশোভিত ধরার বুকে
ত্রাহি ত্রাহি রব।

হে আকাল বর্ষণভোর
তবুও আশীর্বাদ তুমি,
শ্যামলসাজে সজ্জিত আবাস
তোমার চরণচুমি।

তারিখঃ ০৯/০৭/২০২০