বন্ধু
মোঃ মোস্তাফিজুর রহমান
বন্ধু সে তো হঠাৎ আসা
জীবন গাঙের ঢেউ,
বন্ধু ছাড়া মনের ব্যথা
বুজে না তো কেউ।
বন্ধু সে তো মাঠে-ঘাটে
সর্বদা সৎসঙ্গ,
বন্ধু মানে পরিপূরক
একই দেহের অঙ্গ।
বন্ধু সে তো স্বত্বত্যাগ
একটুখানি আশা,
বন্ধু যেন জীবন স্রোতে
অনেক ভালোবাসা।
বন্ধু সে তো বিপদ মুখে
হাত বাড়িয়ে দেওয়া,
বন্ধু হলো আদর সোহাগ
কোলে তুলে নেওয়া।
বন্ধু সে তো আঁধার ঘরে
অগ্নি প্রদীপ শিখা,
বন্ধু আমার অশান্ত মনে
শান্তি পরশ লিখা।
বন্ধু সে তো পরাণে পরাণ
মনের দুঃখ বলা,
বন্ধু আবার জীবন জুড়ে
একই পথে চলা।
বন্ধু সে তো নিগুঢ় প্রেম
স্বপ্নবুনার নেশা,
বন্ধু পরম সাধনার ধন
সফলতার দিশা।
বন্ধু সে তো সুখপাখি
হাসি গানে নাচা,
বন্ধু ধরায় গলার মালা
সুখে-দুঃখে বাঁচা।
বন্ধু সে তো যুগ-জনমে
এক মন প্রাণ,
বন্ধু হলে মনের মত
জীবনে জয়গান!
তারিখঃ ১১/০৭/২০২০
বন্ধু ভাবনা, স্বপ্নের বাংলাদেশ।
দুপুর ১২.৩৬ পিএম।