বৃষ্টি ও বেদনা

মোঃ মোস্তাফিজুর রহমান

মেঘলা দিনে বাদলা হাওয়া
ঝিঙে-ফুলে টুনটুনি,
মানব মন বেদনা বিধুর
সুখ ও দুখে'র গুনগুনি।

ঝির-ঝিরিয়ে বৃষ্টি পড়ে
নিরব থাকে প্রকৃতি,
ছিন্নমূল ও অনাথের নীড়ে
বৃষ্টি যেন দুষ্কৃতি।

দূরীভূত হোক অসমতা
শান্তি আসুক নেমে,
ছিন্নমূলও আশ্রিত হোক
দূর্দশা যাক থেমে।

তারিখঃ ৩ জানুয়ারি ২০২০