জীবনের যবনিকা

মোঃ মোস্তাফিজুর রহমান

সন্ধ্যা বেলা
আমি নিতান্তই একেলা,
সূর্য্যি মামা দিবাকে করে অবহেলা
শর্বরীতে ভাসালো তার পরম সুখের ভেলা।

মাগরিব পড়তে
প্রভুর সান্নিধ্য পেতে,
আমি গুটি গুটি পায়ে মসজিদের আঙ্গিনায় পুলক চিত্তে
সেখানে ভিড় জমিয়েছে আমারই মত অনেক, প্রভু মিত্রে।

মুয়াজ্জিনের কন্ঠ!
যেন প্রভুর আহ্বান দৃষ্ট,
দিপ্ত মনে আল্লাহু আকবর উচ্চারণ করছে স্বীয় ওষ্ঠ
আযানের ঐকতান শুনে মুসুল্লিরা আসছে স্রষ্টাকে করতে তুষ্ট।

প্রার্থনা শেষে
আমি ফিরে পেলাম দিশে,
করিতে বসিলাম নিজ জীবনের হিস্যে
একদা আমি বিলীন হবো মিশে যাবো নিঃশেষে।

রাত গভীর
দুশ্চিন্তা জমিয়েছে ভীড়,
ভাবনা সিন্ধু প্রকাণ্ড হতে হতে হলো নিবিড়
আমি ভেবে চিন্তে দেখি একমাত্র আশ্রয় প্রভুর নীড়।

সারাটি রাত
ছিল শব-ই বরাত!
রবের সন্নিকটে কাটিয়েছি সকল যন্ত্রণা করে নিপাত
এমনি এক রাতের মহিমান্বিত প্রহরে রচে যেন জীবনের যবনিকাপাত।

তারিখঃ ১৯/০২/২০২০