জোয়ার-ভাটা


---------- মো. মোস্তাফিজুর রহমান


নদী ও সাগর মাঝে
সন্ধি আছে আঁটা,
রোজ তীরে দেয় ছোঁয়া
জোয়ার ও ভাটা।


সাগর ফুলে-ফেঁপে
জোয়ার আসে,
তীরের বৃক্ষরাজি
আনন্দে ভাসে।


হঠাৎ যায় যে নেমে
জোয়ারের জল,
তীরে আসা জলকীটে
খরা বিহ্বল।


অপেক্ষার প্রহর গণে
জলকীট ও তরু,
জোয়ার আসলে হবে
সবে জড়োসড়ো।


তারিখঃ ২২ এপ্রিল ২০২৪ঃঃ ১০:৫৩ পিএম
জোয়ার-ভাটা, মনপুরা, ভোলা।
মনপুরা ডায়েরি।