খরস্রোতা নদী

মোঃ মোস্তাফিজুর  রহমান

ক্ষুধার জ্বালা ছোট্ট বুকে
চিনচিন করে ডাকে,
দুখিনী মায়ের ভাতের হাঁড়ি
কত না স্বপ্নআঁকে।

চুলার অনল মাতৃবক্ষে
মুখে সূর্যেরহাসি,
শত শত মায়ের অজস্র স্মৃতি
নদীগর্ভে গেছে ভাসি।

খরস্রোতা নদীরে তুই
কত না পথঘুরে,
তোর দু'ধারের বৃক্ষরাজি
সাজালি থরে থরে।

তোর যৌবনের হেঁয়ালিপূর্ণ
পারভাঙ্গা আচরণে,
কত না কৃষক সর্বশান্ত
তোরই জোয়ারের টানে।

কত না মায়ের ভাতের হাঁড়ি
নদীতে আজো কাঁদে,
কত সোনা মুখ লজ্জিত আজ
নদী তোর ভাঙ্গা বাঁধে।

নদী তোর দু'পার সজ্জিত করিস
সবুজের শ্যামলীমায়,
পারবাসীর জীবন চলবে
নবান্ন ও সুরের মূর্ছনায়।

তারিখঃ ২৫/০২/২০২০