মজার বায়স্কোপ


মোঃ মোস্তাফিজুর রহমান


গণি মিয়ার বায়স্কোপে
চোখধাঁধানো ছল,
আয় না সখি দেখে ওসব
মজা করি চল।

পাঁচ টাকাতে কতকিছু
সেথায় দেখা যায়,
বউচি খেলা রেখে তোরা
জলদি করে আয়।

পালতোলা ঐ নৌকা চলে
মাঝি ফেলে জাল,
ছাঁয়ায় বসা পথিক বেটার
মাথায় পড়ে তাল।

পাকাতালে ফাটায় মাথা
ব্যথায় পথিক কাঁদে,
মাঠের কৃষাণ কর্ম ফেলে
ব্যান্ডেজ করে বাঁধে।

কৃষাণবধূ মেহেদি হাতে
সোনার ধান শুকায়,
আলতা রাঙা হাতে আবার
শীতলপাটি বুনায়!

রাখাল ছেলে বনবাদাড়ে
গরু-মেষ চড়ায়,
হিংস্র বাঘে কামড়ে ধরে
মাংস ছিঁড়ে খায়।

দালানকোঠা বাড়ি-গাড়ি
পাহাড়-নদী-হ্রদ,
কত কি যে দেখবো আরও
সবই চমকপ্রদ!


তারিখঃ ০৬/০৯/২০২০ঃ১২ঃ০৭ পিএম
মজার বায়স্কোপ, চট্টগ্রাম, স্বপ্নের বাংলাদেশ।