পেয়ারা নবী

মোঃ মোস্তাফিজুর রহমান

জাহেলিয়াতের অন্ধকারে
এলেন দীনের নবী,
আগমনে শিরক জুলুম
বিদায় নিলো সবি।

বন্ধ হলো সব পাপাচার
পবিত্র কাবা ঘরে,
তিন'শ ষাট মূর্তি ভাঙলো
একত্ববাদ ধরে!

আকাশ বাতাস ধ্বনিত হলো
মুহাম্মদের (সঃ) নামে,
পূর্ণাঙ্গ জীবন-বিধান আসে
এই যে ধরাধামে।

তারিখঃ ০৮ অক্টোবর ২০২২ঃ১১ঃ৪৮পিএম।
পেয়ারা নবী, ঈদ এ মিলাদুন্নবী (সঃ)।