স্বীয়-সত্ত্বা

মোঃ মোস্তাফিজুর রহমান    

মিটিমিটি জোনাক জ্বলে
অন্ধকার ঐ রাতে,
কীটপতঙ্গ আহার করে
আনন্দেরই সাথে!

চাঁদশোভিত শর্বরীতে
জোনাক যায় না দেখা,
প্রজাপতি ব্যথিত থাকে
জোনাক বিনে একা।

চাঁদ ও জোনাক সঙ্গী হলে
কি তাহাতে ক্ষতি,
জোনাক বলে আমার আলো
চাঁদ বিহনে জ্যোতি!

স্বাধীন সত্ত্বা জাগরূকে
নিজে নিজে জ্বলো,
পরের বিশালতা তুচ্ছ করে
আপন উৎসে চলো।

জীবনের মাঝে যা কিছু
তোমার জন্য ভালো,
স্বীয় পুষ্পে রঞ্জিত করো
ছড়াও চাঁদের আলো।

নিজকে গড়ো আপন মনে
পর-ধনকে করে তুচ্ছ,
স্বীয়-সত্ত্বায় বলিয়ান হয়ে
নিজেকে করো গুচ্ছ।

তারিখঃ ১৫/০১/২০২০