সর্বনাশা বন্যা

মোঃ মোস্তাফিজুর রহমান

চারদিকে আজ থৈ থৈ জল
কৃষাণ বধূর কান্না,
সোনার ফসল কেড়ে নিলো
সর্বনাশা বন্যা।

প্রবল স্রোতে ভেসে যাচ্ছে
গবাদিপশুর পাল,
মাঠ-ঘাট আঙিনা বাট
ডুবে অথই খাল।

স্থলভাগ সবিই নিমজ্জিত
আশ্রয় নাহি পায়,
জন্তু-মানব সবাই মিলে
ঘরের চালে ঠাঁই।

কৃষকের গৃহে খাদ্য সঙ্কট
অনাহারে দিন কাটে,
অকাল বন্যায় ব্যবসা-পুঁজি
সকলি উঠিল লাটে।

অপুষ্টি ও রোগ-শোকে
ছড়াচ্ছে মহামারি,
বাঁচার জন্যে দেশের বুকে
নিদারুণ  আহাজারি।

রাস্তা-ঘাট যাচ্ছে ভেঙে
বন্যার প্রবল স্রোত,
দুখীনি মা'র আর্তনাদ
বন্যায় হারিয়ে পুত।

তারিখঃ ১৩/০৭/২০২০
বন্যা ভাবনা, স্বপ্নের বাংলাদেশ।
সকাল ১১.০৭ এএম।