💎💎💎তারুণ্যের সুকান্ত💎💎💎
💎মোঃ মোস্তাফিজুর রহমান💎
তারুণ্যের কবি তুমি
হে সুকান্ত তুমি বড্ড অভিমানী,
তোমার কাব্যে যখনই স্বাদ পেল গোটা জাতি
তুমি পারি জমালে স্বর্গপানে রেখে গেলে শুধুই গ্লানি।
যে শিশু ভূমিষ্ঠ হবে
তার জন্য তুমি ছাড়পত্র নিলে,
অথচ তুমি যেখানে জাতির এক তরুণ কলম সৈনিক
নিজের কলম ঘুটিয়ে চলে গেলে, না ফেরার অনন্ত নীলে।
একুশ বছর তোমার
কি পরিপক্বতার প্রতিচ্ছবি,
বিদ্রোহ, চাঞ্চল্য, দেশাত্মবোধ, কি? ছিল না তোমার
এক অনন্য উচ্চতায় আসীন হয়েছিলে হে মানবতার কবি।
আঠারো বছর বয়স
তোমার আহ্বান বাংলার বুকে আঠারো আসুক নেমে,
তোমার হরতালে তারই সুর বাজে
তপ্তপথে ক্লান্ত পথিকের বিদ্রোহী তনু প্রতিবাদে যায় ঘেমে!
হে তারুণ্যের কবি
তুমি মোর বিদ্রোহের পথিক,
একুশ বছরের এক প্রাণোচ্ছল চপলমতি প্রেম-ডোর
তোমার অকাল প্রস্থানে আজ, প্রতিবাদী;বড্ড বেরসিক!
তারিখঃ ১৯/০৫/২০২০