তোমাতে আমি

মোঃ মোস্তাফিজুর রহমান

তোমার নয়নে যেদিন রাখিয়া
আমারই নয়নের দৃষ্টি,
সেদিন জেনেছি তুমি শুধুই
আমারই জন্যে সৃষ্টি।

অনিন্দ্য রূপসী নাই বা হলে
না হলে স্বর্গের অপস্বরী,
মর্তে অনন্য তুমি
আমার চোখে হুর-পরী।

আমার পৃথিবী তোমাকে নিয়ে
গড়বো আপন মনে,
তোমার পরশ সর্বত্র দেখি
রয়েছো ক্ষণেক্ষণে।

মুহূর্তে তুমি না থাকিলে
হৃদয়ে ব্যথা লাগে,
তুমি বিনে আমার ধরা
কেমন করে জেগে?

তুমি আমি এক বন্ধনে
আছি ও থাকতে চাই,
তুমি যেদিন রবে না আর
জানবে আমিও নাই!

তারিখঃ ১৯ জানুয়ারি ২০২০