তুফান ঘটক

মোঃ মোস্তাফিজুর  রহমান

ওরে মধু সোনা যাদু
করবি নাকি বিয়া,
তোর জন্য এনে দেবো
সাত রঙা  টিয়া।

নামটি তাহার বিউটি রাণী
দেখতে কাজল কালো,
বধুর সাজে দেখলে তারে
লাগবে আরো ভালো।

দিঘল কালো কেশ তাহার
পা দুটো রাঙা,
হাসিতে তার মুক্তা ঝরে
বদন খানি চাঙা।

বিদ্যাবুদ্ধি মাশাল্লা তার
পড়ছে অনেক কেতাব,
চরিত্র তার দুধে ধুয়া
পাইছে বহু খেতাব।

টাকা-কড়ি অনেক আছে
বলছে মেয়ের বাবা,
সৎপাত্র হলেই কেবল
বিয়ের সুযোগ পাবা।

নামটি আমার তুফান ঘটক
অনেক জানাশুনা,
বিয়ের জন্য মেয়ের বাবার
নিত্য আনাগোনা।

তারিখঃ ০৩/০৭/২০২০