জীবনের এই চলমান গতিতে
ছন্দপতনে ভরা আমি আজকে ,
তাল লয়ে মেলাতে পারিনি জীবন
ছন্দের পতনে ভেংগে গেছে স্বপন ,
অন্তমিলে ভরা এই ঠুনকো জীবন
ছন্দের যাদুতে হয়নি কোন মিলন ৷
বড় কষ্টে আছি সুরহীন জীবন নিয়ে
মরনই শ্রেয় বে-সুর জীবনের চাইতে ,
সমাধিত করেছি বেঁচে থাকার ইচ্ছে
নিঃশ্বাসের অনবরত ছন্দপতন হচ্ছে ,
যেকোন সময় সে সুর থেমে যেতে পারে
তার অপেক্ষাতে আছি পাত পেতে বসে
শুভ্রতার দেশে চলে যাবো একান্ত নীরবে ৷