ওরা লড়েছিলো , ওরা মরেও ছিলো
ওদের রক্তেই এই বিজয় এসেছিলো ,
ওরাতো বিজয় না দেখেই চলে গেলো
তবুও ওরা স্বাধীনতাটা দিয়ে গেলো ৷


ওরা চলে গেলো,কিন্তু ওরা হারায়নি
ওরা রক্ত দিতেও কুন্ঠিতবোধ করেনি ,
ওরা রক্ত দিয়েই করে গেছে চীরঋনী
সেই রক্ত সেই ক্ষত আজও শুকায়নি ৷


বিজয়ের উল্লাসে হাসতে পারেনি ওরা
প্রিয়জনের শেষ দেখাও পায়নি তারা ,
তবু যুদ্ধ ময়দানে হয়নি মনোবল হারা
ওরা যে এই বাঙলার দামাল ছেলেরা ৷


ওরাইতো ভালোবাসতে শিখিয়েছিলো
বাংলার অধিকার ছিনিয়ে নিয়েছিলো ,
ওরাই প্রথম স্বাধীনতার স্বপ্ন বুনেছিলো
ওরা এই বাংলারই পা ফাটারা ছিলো ৷


ওদের শরীর মরে ওরা মরেনা কখনো
ওরা রত্নগর্ভার মায়ের গর্ভে জন্মেছিলো ,
ওরা সম্মুখ মৃত্যুকেও জয় করেছিলো
তাইতো ওরা মৃত্যুতেও চিরঞ্জীব হলো ৷