মুক্তি চাই


পৃথিবী,
        মুক্তি চাই তোমা হতে আমি
যত যন্ত্রণা পেয়েছি
ভুলতে চাই সব।
তোমার নির্মমতা
কি অসহ্য ! হৃদয়
বিদীর্ন হয়ে গেছে
তোমার বিশ্বাসঘাতকতায়।
তাই মুক্তি চাই।
জানি মুক্তি দেবেনা
তুমি সহজে
হতাশ নই আমি তাতে।
মৃত্যু আমার মুক্তির
পরয়ানা নিয়ে
হাজির হবে যবে
তুমি শিয়রে
বসে রবে
মায়া কান্নায়।
দিন গুনি
কবে সেই ক্ষণ পাব
তোমার অক্টোপাস হতে
নিস্তার।